আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৭১
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৭১. হযরত উবাই ইবনে কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বনী আদমের খানাকে দুনিয়ার সাথে তুলনা করা হয়েছে। যদিও সে উট যবাই করে এবং তার গোল্ড উত্তমরূপে রান্না করে। তোমরা দেখ, তার শেষ ফল কোথায়। অর্থাৎ তার শেষ ফল বলতে কিছু নেই।
(আবদুল্লাহ ইবনে আহমাদ উত্তম সনদে তাঁর যাওয়ায়িদ গ্রন্থে এবং ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেন। তবে বায়হাকী আরও বাড়িয়ে বলেন, হাসান (র) উক্ত হাদীসের সমর্থনে বলেন, তোমরা কি লক্ষ্য কর না, তা কত উত্তমরূপে পাকানো হয় এবং মুখ তৃপ্তি সহকারে খায়, এরপর তোমরা দেখ পায়খানা রূপে তা নিক্ষিপ্ত হয়।
উট ধরা- قزحة)
(আবদুল্লাহ ইবনে আহমাদ উত্তম সনদে তাঁর যাওয়ায়িদ গ্রন্থে এবং ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেন। তবে বায়হাকী আরও বাড়িয়ে বলেন, হাসান (র) উক্ত হাদীসের সমর্থনে বলেন, তোমরা কি লক্ষ্য কর না, তা কত উত্তমরূপে পাকানো হয় এবং মুখ তৃপ্তি সহকারে খায়, এরপর তোমরা দেখ পায়খানা রূপে তা নিক্ষিপ্ত হয়।
উট ধরা- قزحة)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3271- وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن مطعم ابْن آدم جعل مثلا للدنيا وَإِن قزحه وملحه فَانْظُر إِلَى مَا يصير
رَوَاهُ عبد الله بن أَحْمد فِي زوائده بِإِسْنَاد جيد قوي وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
وَزَاد فِي بعض طرقه ثمَّ يَقُول الْحسن أَو مَا رَأَيْتهمْ يطبخونه بالأفواه وَالطّيب ثمَّ يرْمونَ كَمَا رَأَيْتُمْ
قَوْله قزحه بتَشْديد الزَّاي أَي وضع فِيهِ القزح وَهُوَ التابل وملحه بتَخْفِيف اللَّام مَعْرُوف
رَوَاهُ عبد الله بن أَحْمد فِي زوائده بِإِسْنَاد جيد قوي وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
وَزَاد فِي بعض طرقه ثمَّ يَقُول الْحسن أَو مَا رَأَيْتهمْ يطبخونه بالأفواه وَالطّيب ثمَّ يرْمونَ كَمَا رَأَيْتُمْ
قَوْله قزحه بتَشْديد الزَّاي أَي وضع فِيهِ القزح وَهُوَ التابل وملحه بتَخْفِيف اللَّام مَعْرُوف