আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৩৬
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৩৬. হযরত ইবনে আবু আওফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বিচারক যতদিন অন্যায় বিচার না করে, ততদিন আল্লাহ তার সাথে থাকেন। আর যখন সে যুলুম করে, তখন আল্লাহ্ তাকে ছেড়ে দেন এবং শয়তান তার সঙ্গ অনিবার্য করে নেয়।
(তিরমিযী ইবনে মাজা, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম বর্ণিত। আর হাকিমের শব্দমালা এরূপঃ "পরে যখন সে যুলম করে, তখন আল্লাহ তার কাছ থেকে সরে যান।" উপরোক্ত হাদীসটি সকলেই ইমরান আল-কাত্তান থেকে বর্ণনা করেন। হাকিম (র) বলেন। এর সনদ সূত্র বিশুদ্ধ।
হাফিয মুনযিরী (র) বলেন: ইমরান কাতানের বর্ণনা সামনে আসবে।)
(তিরমিযী ইবনে মাজা, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম বর্ণিত। আর হাকিমের শব্দমালা এরূপঃ "পরে যখন সে যুলম করে, তখন আল্লাহ তার কাছ থেকে সরে যান।" উপরোক্ত হাদীসটি সকলেই ইমরান আল-কাত্তান থেকে বর্ণনা করেন। হাকিম (র) বলেন। এর সনদ সূত্র বিশুদ্ধ।
হাফিয মুনযিরী (র) বলেন: ইমরান কাতানের বর্ণনা সামনে আসবে।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3336- وَعَن ابْن أبي أوفى رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله مَعَ القَاضِي مَا لم يجر فَإِذا جَار تخلى عَنهُ وَلَزِمَه الشَّيْطَان
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم إِلَّا أَنه قَالَ فَإِذا جَار تَبرأ الله مِنْهُ رَوَوْهُ كلهم من حَدِيث عمرَان الْقطَّان وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ وَعمْرَان يَأْتِي الْكَلَام عَلَيْهِ إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم إِلَّا أَنه قَالَ فَإِذا جَار تَبرأ الله مِنْهُ رَوَوْهُ كلهم من حَدِيث عمرَان الْقطَّان وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ وَعمْرَان يَأْتِي الْكَلَام عَلَيْهِ إِن شَاءَ الله تَعَالَى