আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৩৮
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৩৮. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে মারফু সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: বিচারকগণকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। এরপর তাদের জাহান্নামের তীরে থামিয়ে দেয়া হবে। পরে যখন তাদের জাহান্নামে ফেলার নির্দেশ দেয়া হবে, তখন সে সত্তর বছরের দূরত্বের নিম্নদেশে জাহান্নামে পড়ে যাবে।
(ইবনে মাজা, বাযযার নিজ শব্দে বর্ণনা করেছেন। তারা উভয়ে মুজালিদ হতে। তিনি আমির হতে তিনি মাসরূক হতে বর্ণনা করেন। উক্ত হাদীসের শব্দমালা ইবনে মাজা বর্ণনায় পেছনে অতিবাহিত হয়েছে।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3338- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ يرفعهُ قَالَ يُؤْتى بِالْقَاضِي يَوْم الْقِيَامَة فَيُوقف على شَفير جَهَنَّم فَإِن أَمر بِهِ دفع فهوى فِيهَا سبعين خَرِيفًا

رَوَاهُ ابْن مَاجَه وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ كِلَاهُمَا من رِوَايَة مجَالد عَن عَامر عَن مَسْرُوق عَنهُ وَتقدم لفظ ابْن مَاجَه فِي الْبَاب قبله
tahqiqতাহকীক:তাহকীক চলমান