আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৪৩
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৪৩. জনৈক ব্যক্তি হযরত সা'দ ইবনে উবাদা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, দুই একবার নয়, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বহুবার বলতে শুনেছিঃ কাওমের শাসককে হাতে কড়া পরানো অবস্থায় কিয়ামতের দিন উপস্থিত করা হবে, এবং তার কড়া খোলা হবে না, একমাত্র ন্যায়পরায়ণ শাসক ব্যতীত।
(আহমাদ ও বাযযার বর্ণিত। আহমাদের বর্ণনাসূত্রে একজন বর্ণনাকারী ব্যতীত সবার বর্ণনা বিশুদ্ধ।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3343- وَعَن رجل عَن سعد بن عبَادَة رَضِي الله عَنهُ قَالَ سمعته غير مرّة وَلَا مرَّتَيْنِ يَقُول قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من أَمِير عشرَة إِلَّا يُؤْتى بِهِ يَوْم الْقِيَامَة مغلولا لَا يفكه من ذَلِك الغل إِلَّا الْعدْل

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَرِجَال أَحْمد رجال الصَّحِيح إِلَّا الرجل الْمُبْهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৪৩ | মুসলিম বাংলা