আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৫০
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৫০. হযরত আবু উসমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যখন আযারবায়যানে অবস্থান করছিলাম। তখন হযরত উমার (রা) এই মর্মে পত্র লেখেন যে, হে উতবা ইবনে ফারকাদ! এ হচ্ছে (রাষ্ট্রীয় সম্পদ)। তোমার পিতার কিংবা তোমার মাতার কারও নয়। তোমার উটগুলো যেখানে চরাবে, সেখানে মুসলমানদের উটগুলোও চরাতে দেবে এবং বিলাসিতা, মুশরিকদের সভ্যতা ও রেশমীবস্ত্র পরিধান করা থেকে বিরত থাকবে।
(মুসলিম বর্ণিত।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3350- وَعَن أبي عُثْمَان قَالَ كتب إِلَيْنَا عمر رَضِي الله عَنهُ وَنحن بِأَذربِيجَان
يَا عتبَة بن فرقد إِنَّه لَيْسَ من كدك وَلَا كد أَبِيك وَلَا كد أمك فأشبع الْمُسلمين فِي رحالهم مِمَّا تشبع مِنْهُ فِي رحلك وَإِيَّاكُم والتنعم وزي أهل الشّرك ولبوس الْحَرِير

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান