আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৭৪
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৭৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে মারফু' সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তোমরা যুলম করা থেকে বিরত থাক। কেননা, আল্লাহ্ অশ্লীল ভাষীকে ভালবাসেন না। তোমরা কার্পণ্যতা থেকে বেঁচে থাক। কেননা, কার্পণ্যতা তোমাদের পূর্ববর্তী উম্মাতের পরস্পর খুনাখুনি ও হারামকে হালাল মনে করার প্রতি অহ্বান জানিয়েছে।
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম বর্ণিত।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3374- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ يبلغ بِهِ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إيَّاكُمْ وَالظُّلم فَإِن الظُّلم هُوَ ظلمات يَوْم الْقِيَامَة وَإِيَّاكُم وَالْفُحْش فَإِن الله لَا يحب الْفَاحِش والمتفحش وَإِيَّاكُم وَالشح فَإِن الشُّح دَعَا من كَانَ قبلكُمْ فسفكوا دِمَاءَهُمْ وَاسْتَحَلُّوا مَحَارِمهمْ

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৭৪ | মুসলিম বাংলা