আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৭৬
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৭৬. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: তোমরা একে অন্যের প্রতি যুলম করো না।
কেননা, তোমরা দু'আ করলে (যুলুমের কারণে) তা তোমাদের জন্য কবুল করা হবে না। তোমরা বৃষ্টি কামনা করলে বৃষ্টি দেয়া হবে না, তোমরা সাহায্য চাইলে তোমাদের প্রতি সাহায্য করা হবে না।
(তাবারানী বর্ণিত।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3376- وَرُوِيَ عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تظلموا فتدعوا فَلَا يُسْتَجَاب لكم وتستسقوا فَلَا تسقوا وتستنصروا فَلَا تنصرُوا

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৭৬ | মুসলিম বাংলা