আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৮৫
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৮৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন ব্যক্তির দু'আ প্রত্যাখ্যান হয় না তারা হল: ১. সিয়াম পালনকারী যতক্ষণে ইফতার না করে, ২. ন্যায়পরায়ণ শাসক এবং ৩. মাযলুমের বদদু'আ। এ গুলো আল্লাহ্ তা'আলা মেঘমালার উপরে উঠিয়ে রাখেন এবং আসমানের দরজাসমূহ উন্মুক্ত করেছেন এবং আল্লাহ্ তা'আলা বলেন: আমার সম্মানের শপথ! মৃত্যুর পরে হলেও তোমাকে অবশ্যই আমি সাহায্য করব।
(আহমাদ একটি হাদীসে এবং তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান। ইবনে মাজা, ইবনে খুযায়মা ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। বাযযার সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন যে, (নবী (ﷺ) বলেছেনঃ) তিন ব্যক্তির দু'আ কবুল করা আল্লাহ্ তাঁর নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন, এবং তাদের দু'আ প্রত্যাখ্যাত হয় না। তারা হলঃ ১. সিয়াম পালনকারী, যতক্ষণে সে ইতার না করে, ২. মযলূম তার প্রতিশোধ না দেওয়া পর্যন্ত এবং ৩. মুসাফির বাড়ী ঘরে না আসা পর্যন্ত।
ইমাম তিরমিযী (র) হাসান সনদ সূত্রে অন্য বর্ণনায় বলেন যে, তিনটি দু'আ কবুল হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই। তা হলঃ ১. মযলুমের বদদু'আ ২. মুসাফিরের দু'আ এবং ৩. সন্তানের প্রতি পিতার দু'আ। আবু দাউদ (র) শব্দের আগ পিছ করে বর্ণনা করে না।)
(আহমাদ একটি হাদীসে এবং তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান। ইবনে মাজা, ইবনে খুযায়মা ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। বাযযার সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন যে, (নবী (ﷺ) বলেছেনঃ) তিন ব্যক্তির দু'আ কবুল করা আল্লাহ্ তাঁর নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন, এবং তাদের দু'আ প্রত্যাখ্যাত হয় না। তারা হলঃ ১. সিয়াম পালনকারী, যতক্ষণে সে ইতার না করে, ২. মযলূম তার প্রতিশোধ না দেওয়া পর্যন্ত এবং ৩. মুসাফির বাড়ী ঘরে না আসা পর্যন্ত।
ইমাম তিরমিযী (র) হাসান সনদ সূত্রে অন্য বর্ণনায় বলেন যে, তিনটি দু'আ কবুল হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই। তা হলঃ ১. মযলুমের বদদু'আ ২. মুসাফিরের দু'আ এবং ৩. সন্তানের প্রতি পিতার দু'আ। আবু দাউদ (র) শব্দের আগ পিছ করে বর্ণনা করে না।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3385- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا ترد دعوتهم الصَّائِم حَتَّى يفْطر وَالْإِمَام الْعَادِل ودعوة الْمَظْلُوم يرفعها الله فَوق الْغَمَام وَيفتح لَهَا أَبْوَاب السَّمَاء وَيَقُول الرب وَعِزَّتِي لأنصرنك وَلَو بعد حِين
رَوَاهُ أَحْمد فِي حَدِيث وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْبَزَّار مُخْتَصرا ثَلَاث حق على الله أَن لَا يرد لَهُم دَعْوَة الصَّائِم حَتَّى يفْطر والمظلوم حَتَّى ينتصر وَالْمُسَافر حَتَّى يرجع
وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي حَسَنَة ثَلَاث دعوات لَا شكّ فِي إجابتهن دَعْوَة الْمَظْلُوم ودعوة الْمُسَافِر ودعوة الْوَالِد على الْوَلَد
وروى أَبُو دَاوُد هَذِه بِتَقْدِيم وَتَأْخِير
رَوَاهُ أَحْمد فِي حَدِيث وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْبَزَّار مُخْتَصرا ثَلَاث حق على الله أَن لَا يرد لَهُم دَعْوَة الصَّائِم حَتَّى يفْطر والمظلوم حَتَّى ينتصر وَالْمُسَافر حَتَّى يرجع
وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي حَسَنَة ثَلَاث دعوات لَا شكّ فِي إجابتهن دَعْوَة الْمَظْلُوم ودعوة الْمُسَافِر ودعوة الْوَالِد على الْوَلَد
وروى أَبُو دَاوُد هَذِه بِتَقْدِيم وَتَأْخِير