আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৮৭
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৮৭. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা মাযলুমের বদদু'আ থেকে সর্তক থাক। কেননা, তা অগ্নিস্ফুলিঙ্গের ন্যায়, আসমানের দিকে (দ্রুত) ধাবমান হয়।
(হাকিম বর্ণিত। তিনি বলেন: আসিম ইবনে কুলায়ব ব্যতীত বর্ণনাকারীদের সবার বর্ণনা দলীলরূপে গ্রহণযোগ্য। উপরোক্ত বর্ণনাটি একমাত্র মুসলিম (র) দলীলরূপে গ্রহণ করেছেন।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3387- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اتَّقوا دَعْوَة الْمَظْلُوم فَإِنَّهَا تصعد إِلَى السَّمَاء كَأَنَّهَا شرارة

رَوَاهُ الْحَاكِم وَقَالَ رُوَاته مُتَّفق على الِاحْتِجَاج بهم إِلَّا عَاصِم بن كُلَيْب فاحتج بِهِ مُسلم وَحده
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৮৭ | মুসলিম বাংলা