আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৯৯
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৯৯. হযরত সাহল ইবনে মু'আয ইবনে আনাস জুহানী (র) হতে তাঁর পিতার সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: কোন ব্যক্তি যদি কোন মু'মিনকে মুনাফিক হতে রক্ষা করে, আমার মনে হয়, তিনি বলেছেনঃ আল্লাহ কিয়ামতের দিন তার কাছে এমন একজন ফিরিশতা পাঠাবেন, যে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। (আল-হাদীস)
(আবু দাউদ বর্ণিত। ইন্শাআল্লাহ্ অবশিষ্ট অংশ গীবত অনুচ্ছেদে বর্ণিত হবে।)
(আবু দাউদ বর্ণিত। ইন্শাআল্লাহ্ অবশিষ্ট অংশ গীবত অনুচ্ছেদে বর্ণিত হবে।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3399- وَعَن سهل بن معَاذ بن أنس الْجُهَنِيّ عَن أَبِيه رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حمى مُؤمنا من مُنَافِق أرَاهُ قَالَ بعث الله ملكا يحمي لَحْمه يَوْم الْقِيَامَة من نَار جَهَنَّم الحَدِيث
رَوَاهُ أَبُو دَاوُد وَيَأْتِي بِتَمَامِهِ فِي الْغَيْبَة إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ أَبُو دَاوُد وَيَأْتِي بِتَمَامِهِ فِي الْغَيْبَة إِن شَاءَ الله تَعَالَى