আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪০৭
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলুম থেকে বারণ করার প্রতি অনুপ্রেরণা এবং সেখানে গমন করা, তাদের সত্যায়িত ও তাদের সহযোগিতা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪০৭. হযরত নু'মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) ইশার সালাতের পর আমাদের নিকট আসেন, তখন আমরা মসজিদে ছিলাম। তখন তিনি আসমানের দিকে তাকানোর পরে দৃষ্টি নিম্নগামী করেন, এমন কি আমরা মনে করলাম, আসমানে কিছু ঘটেছে। এরপর তিনি বলেন, সাবধান! অচিরেই আমার পরে কিছু সংখ্যক যালিম ও মিথ্যাবাদী শাসক হবে। যে ব্যক্তি তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের যুলমে সহযোগিতা করবে, সে আমার দলভূক্ত নয়। আর যে ব্যক্তি তাদের মিথ্যাকে সত্যায়ন করবে না এবং তাদের যুলমে সহযোগিতা করবে না, সে আমার দলভূক্ত এবং আমি তার দলভূক্ত।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেন, তবে তাঁর সনদসূত্রে একজন বর্ণনাকারীর নাম অজ্ঞাত এবং অন্যান্য রাবীদের বর্ণনা দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ।)
(আহমাদ হাদীসটি বর্ণনা করেন, তবে তাঁর সনদসূত্রে একজন বর্ণনাকারীর নাম অজ্ঞাত এবং অন্যান্য রাবীদের বর্ণনা দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الِامْتِنَاع عَن الدُّخُول على الظلمَة والترهيب من الدُّخُول عَلَيْهِم وتصديقهم وإعانتهم
3407- وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَنحن فِي الْمَسْجِد بعد صَلَاة الْعشَاء فَرفع بَصَره إِلَى السَّمَاء ثمَّ خفض حَتَّى ظننا أَنه حدث فِي السَّمَاء أَمر فَقَالَ أَلا إِنَّهَا سَتَكُون بعدِي أُمَرَاء يظْلمُونَ ويكذبون فَمن صدقهم بكذبهم ومالاهم على ظلمهم فَلَيْسَ مني وَلَا أَنا مِنْهُ وَمن لم يُصدقهُمْ بكذبهم وَلم يمالئهم على ظلمهم فَهُوَ مني وَأَنا مِنْهُ
حَدِيث رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده راو لم يسم وبقيته ثِقَات مُحْتَج بهم فِي الصَّحِيح
حَدِيث رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده راو لم يسم وبقيته ثِقَات مُحْتَج بهم فِي الصَّحِيح