আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪০৯
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলুম থেকে বারণ করার প্রতি অনুপ্রেরণা এবং সেখানে গমন করা, তাদের সত্যায়িত ও তাদের সহযোগিতা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪০৯. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: একদল যালিম শাসকের আবির্ভাব হবে। একদল দুষ্ট প্রকৃতির লোক তাদের কাছে যাতায়াত করবে। শাসকবর্গ মিথ্যাবাদী ও যালিম হবে। যে ব্যক্তি তাদের নিকট যাতায়াত করবে, তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের যুলমে সহযোগিতা করবে, সে আমার দলভূক্ত নয় এবং আমিও তার দলভূক্ত নই।
(আহমাদ নিজ শব্দে এবং আবু ই'আলা, ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেন। তবে তাদের উভয়ের বর্ণনায় আছে, তারা বলেন, (তিনি বলেছেন:) "যে ব্যক্তি তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের যুলমে সহযোগিতা করবে, আমি তাদের যিম্মা মুক্ত।")
كتاب القضاء
التَّرْغِيب فِي الِامْتِنَاع عَن الدُّخُول على الظلمَة والترهيب من الدُّخُول عَلَيْهِم وتصديقهم وإعانتهم
3409- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يكون أُمَرَاء تغشاهم غواش أَو حواش من النَّاس يكذبُون ويظلمون فَمن دخل عَلَيْهِم فَصَدَّقَهُمْ بكذبهم وَأَعَانَهُمْ على ظلمهم فَلَيْسَ مني وَلست مِنْهُ وَمن لم يدْخل عَلَيْهِم وَلم يُصدقهُمْ بكذبهم وَلم يُعِنْهُمْ على ظلمهم فَهُوَ مني وَأَنا مِنْهُ

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى وَمن طَرِيق ابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنَّهُمَا قَالَا فَمن صدقهم بكذبهم وَأَعَانَهُمْ على ظلمهم فَأَنا مِنْهُ بَرِيء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪০৯ | মুসলিম বাংলা