আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৩৮
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৩৮. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি বকরী শুইয়ে রেখে ছুরি ধার দিচ্ছিল তখন নবী (ﷺ) (তাকে) বলেন: তুমি কি একে একত্রে দু'টি মৃত্যু দিতে চাও? তুমি কেন শোওয়াবার পূর্বে ছুরি ধার দিয়ে নেওনি?
(তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থ এবং হাকিম নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি বুখারীর শর্তানুযায়ী সহীহ।)
(তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থ এবং হাকিম নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি বুখারীর শর্তানুযায়ী সহীহ।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3438- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رجلا أضجع شَاة وَهُوَ يحد شفرته فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَتُرِيدُ أَن تميتها موتتين هلا أحددت شفرتك قبل أَن تضجعها
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ