আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৫৪
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৫৪. হযরত আবু মাসউদ বাদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি আমার একটি গোলামকে প্রহার করছিলাম। এমন সময় আমার পেছন থেকে একটি আওয়াজ শুনতে পেলাম এই মর্মে যে, হে আবু মাসউদ! জেনে রাখ। তীব্র ক্রোধের কারণে আমি আওয়াজটি কার বুঝতে পারছিলাম না। কিন্তু যখন তিনি আমার কাছে এলেন, তখন দেখলাম তিনি আল্লাহর রাসূল (ﷺ)। তখন তিনি বলেনঃ হে আবু মাসউদ! জেনে রাখ। অবশ্যই আল্লাহ্ এই গোলামের উপর তোমার চেয়ে অধিক ক্ষমতাবান। আমি বললামঃ এরপর কখনো আমি কোন গোলামকে প্রহর করব না।
অন্য বর্ণনায় আছে, আমি তখন বললাম, ইয়া রাসূলাল্লাহ্! এই গোলাম আল্লাহর ওয়াস্তে মুক্ত। এরপর তিনি বললেন: সাবধান! যদি তুমি তা না করতে, আগুন তোমাকে জ্বালিয়ে ভষ্মিভূত করে দিত অথবা তিনি বলেছেন: আগুন তোমাকে স্পর্শ করত।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী বর্ণিত।)
অন্য বর্ণনায় আছে, আমি তখন বললাম, ইয়া রাসূলাল্লাহ্! এই গোলাম আল্লাহর ওয়াস্তে মুক্ত। এরপর তিনি বললেন: সাবধান! যদি তুমি তা না করতে, আগুন তোমাকে জ্বালিয়ে ভষ্মিভূত করে দিত অথবা তিনি বলেছেন: আগুন তোমাকে স্পর্শ করত।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী বর্ণিত।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3454- وَعَن أبي مَسْعُود البدري رَضِي الله عَنهُ قَالَ كنت أضْرب غُلَاما لي بِالسَّوْطِ فَسمِعت صَوتا من خَلْفي اعْلَم أَبَا مَسْعُود فَلم أفهم الصَّوْت من الْغَضَب فَلَمَّا دنا مني إِذا هُوَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَإِذا هُوَ يَقُول اعْلَم أَبَا مَسْعُود أَن الله عز وَجل أقدر عَلَيْك مِنْك على هَذَا الْغُلَام فَقلت لَا أضْرب مَمْلُوكا بعده أبدا
وَفِي رِوَايَة فَقلت يَا رَسُول الله هُوَ حر لوجه الله تَعَالَى فَقَالَ أما لَو لم تفعل لَلَفَحَتْك النَّار أَو لمستك النَّار
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
وَفِي رِوَايَة فَقلت يَا رَسُول الله هُوَ حر لوجه الله تَعَالَى فَقَالَ أما لَو لم تفعل لَلَفَحَتْك النَّار أَو لمستك النَّار
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ