আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৬৩
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৬৩. আবু দাউদ (র)-এর অন্য বর্ণনায় আছে। তিনি (মারূর) বলেন, আমরা রাবাযা নামক স্থানে আবু যার (রা)-এর নিকট গেলাম এবং তাঁর গোলামও অনুরূপ একটি চাদর পরিহিত অবস্থায় রয়েছে। দেখলাম, তিনি একটি চাদর পরিহিত অবস্থায় রয়েছেন। তখন আমারা বললাম, হে আবু যার! যদি আপনার চাদরের সাথে গোলামের চাদরটি একত্রে করে নিতেন এবং গোলামকে অন্য একটি চাঁদর পরাতেন, তা হলে তা আরামদায়ক চাদর হতো। তিনি বললেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি। তারা (গোলাম) তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে নিয়েছেন। যার অধীনে তার ভাই থাকবে, সে যা আহার করবে, তাকে তা আহার করাবে, সে যা পরিধান করবে, তাকে তা পরিধান করাবে এবং সে (গোলাম) যে কাজে অপরাগ, তাকে এমন কাজের আদেশ দেবে না, আর যদি তাকে এরূপ কোন কাজে আদেশ কর, তাহলে সে যেন তাকে সাহায্য করে।
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3463- وَفِي رِوَايَة لأبي دَاوُد عَنهُ قَالَ دَخَلنَا على أبي ذَر بالربذة فَإِذا عَلَيْهِ برد وعَلى غُلَامه مثله فَقُلْنَا يَا أَبَا ذَر لَو أخذت برد غلامك إِلَى بردك فَكَانَت حلَّة وَكسوته ثوبا غَيره قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إخْوَانكُمْ جعلهم الله تَحت أَيْدِيكُم فَمن كَانَ أَخُوهُ تَحت يَده فليطعمه مِمَّا يَأْكُل وليكسه مِمَّا يكتسي وَلَا يكلفه مَا يغلبه فَإِن كلفه مَا يغلبه فليعنه