আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৭৩
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৭৩. হযরত কা'ব ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের নবীর (ﷺ) সংগে তার ইন্তিকালের পাঁচ দিন পূর্বে নীতির উপর আমার অঙ্গীকার ছিল। এ সময় আমি তাঁকে বলতে শুনেছিঃ প্রত্যেক নবীরই তাঁর উম্মাত থেকে একজন বিশেষ বন্ধু ছিল, আর (আমার উম্মাতের মধ্যে) আবূ বাকর ইবনে আবু কুহাফা (রা) আমার বিশেষ বন্ধু। আল্লাহ্ তোমাদের নবীকে বন্ধু হিসেবে বরণ করেছেন। সাবধান! তোমাদের পূর্বের উম্মাত (নবীদের ইন্তিকালের পরে) তাঁদের কবরকে মসজিদ বানিয়েছিল। আমি তোমাদেরকে তা করতে নিষেধ করছি। হে আল্লাহ্! আমি কি দাওয়াত পৌঁছে দিয়েছি? এই বাক্যটি তিনি তিনবার বলেন, এরপর তিনি বলেনঃ হে আল্লাহ্! তুমি সাক্ষী থাক এই বাক্যটি তিনি তিনবার বলেন, এরপর কিছুক্ষণ তিনি বেঁহুশ অবস্থায় ছিলেন। পরে তিনি বলেনঃ তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। তোমরা তাদের উদর পুরে আহার করাবে এবং তাদের পরিধেয়ের ব্যবস্থা করবে ও তাদের সাথে সুমিষ্ট কথা বলবে।
(তাবারানী (র) আবদুল্লাহ্ ইবনে যাহর হতে, তিনি আলী ইবনে ইয়াযীদ (র) সূত্রে বর্ণনা করেন। তাবারানী উভয়কে বিশ্বস্ত মনে করেন এবং তাদের মুতাবা'আত ত্রুটি মুক্ত।)
(তাবারানী (র) আবদুল্লাহ্ ইবনে যাহর হতে, তিনি আলী ইবনে ইয়াযীদ (র) সূত্রে বর্ণনা করেন। তাবারানী উভয়কে বিশ্বস্ত মনে করেন এবং তাদের মুতাবা'আত ত্রুটি মুক্ত।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3473- وَعَن كَعْب بن مَالك رَضِي الله عَنهُ قَالَ عهدي بنبيكم صلى الله عَلَيْهِ وَسلم قبل وَفَاته بِخمْس لَيَال فَسَمعته يَقُول لم يكن نَبِي إِلَّا وَله خَلِيل من أمته وَإِن خليلي أَبُو بكر بن أبي قُحَافَة وَإِن الله اتخذ صَاحبكُم خَلِيلًا أَلا وَإِن الْأُمَم من قبلكُمْ كَانُوا يتخذون قُبُور أَنْبِيَائهمْ مَسَاجِد وَإِنِّي أنهاكم عَن ذَلِك اللَّهُمَّ هَل بلغت ثَلَاث مَرَّات ثمَّ قَالَ اللَّهُمَّ اشْهَدْ ثَلَاث مَرَّات وأغمي عَلَيْهِ هنيهة ثمَّ قَالَ الله الله فِيمَا ملكت أَيْمَانكُم أشبعوا بطونهم واكسوا ظُهُورهمْ وألينوا القَوْل لَهُم
رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيق عبد الله بن زحر عَن عَليّ بن يزِيد وَقد وثقا وَلَا بَأْس بهما فِي المتابعات
رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيق عبد الله بن زحر عَن عَليّ بن يزِيد وَقد وثقا وَلَا بَأْس بهما فِي المتابعات