আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৭৬৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৪. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। এক ইয়ামানী হিজরত করে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এলো তিনি তাকে বললেন: ইয়ামানে তোমার কেউ আছে কি? সে বলল: আমার পিতামাতা আছেন। তিনি বললেন: তারা কি তোমাকে (আসার) অনুমতি দিয়েছে? সে বলল: না, তিনি বললেনঃ তুমি তাদের নিকট ফিরে যাও এবং উভয়ের অনুমতি নিয়ে এসো। তারা অনুমতি দিলে তুমি জিহাদে অংশগ্রহণ করবে, অন্যথায় সদাচরণের মাধ্যমে তাঁদের সন্তুষ্টি কামনা করবে।
(আবু দাউদ বর্ণিত।)
(আবু দাউদ বর্ণিত।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3764- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ أَن رجلا من أهل الْيمن هَاجر إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ هَل لَك أحد بِالْيمن قَالَ أبواي
قَالَ أذنا لَك قَالَ لَا
قَالَ فَارْجِع إِلَيْهِمَا فاستأذنهما فَإِن أذنا لَك فَجَاهد وَإِلَّا فبرهما
رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ أذنا لَك قَالَ لَا
قَالَ فَارْجِع إِلَيْهِمَا فاستأذنهما فَإِن أذنا لَك فَجَاهد وَإِلَّا فبرهما
رَوَاهُ أَبُو دَاوُد