আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৭৭০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৭০. তিরমিযীর অপর এক রিওয়ায়েত আছে, এ রিওয়ায়েতটিকেও তিনি সহীহ্ আখ্যায়িত করেছেন- যিকর অর্থাৎ ইবন হুবায়শ বলেন, অতঃপর তিনি অর্থাৎ সাফওয়ান আমার কাছে হাদীস বর্ণনা করতে লাগলেন। এক পর্যায়ে তিনি আমার কাছে এ হাদীসটি বর্ণনা করলেন যে, নিশ্চয় আল্লাহ্ তা'আলা পশ্চিম দিগন্তে তাওবার জন্য একটি দরজা রেখেছেন। তার প্রস্থ সত্তর বছরের পথ। সে দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। এটাই হচ্ছে আল্লাহর বাণী:( يَوْمَ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفْسًا إِيمَانُهَا ) অর্থাৎ, "যেদিন আপনার প্রতিপালকের কোন নিদর্শন আসবে, সেদিন তার ঈমান কাজে আসবে না।" (৬। ১৫৮)-এর অর্থ।
আলোচ্য রিওয়ায়েত এবং পূর্ববর্তী রিওয়ায়েত মারফু' হওয়ার ব্যাপারে বায়হাকী যেমন সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন তিরমিযীতে সে ব্যাপারে তেমন সুস্পষ্ট কোন বর্ণনা নেই। তবে তার সনদও সহীহ।
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4770- وَفِي رِوَايَة لَهُ وصححها أَيْضا قَالَ زر يَعْنِي ابْن حُبَيْش فَمَا برح يَعْنِي صَفْوَان يحدثني حَتَّى حَدثنِي أَن الله جعل بالمغرب بَابا عرضه مسيرَة سبعين عَاما للتَّوْبَة لَا يغلق مَا لم تطلع الشَّمْس من قبله وَذَلِكَ قَول الله يَوْم يَأْتِي بعض آيَات رَبك لَا ينفع نفسا إيمَانهَا الْأَنْعَام 851 الْآيَة
وَلَيْسَ فِي هَذِه الرِّوَايَة وَلَا الأول تَصْرِيح بِرَفْعِهِ كَمَا صرح الْبَيْهَقِيّ وَإِسْنَاده صَحِيح أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান