আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৭৭৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৭৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি অবিশ্রান্ত ইবাদত-
গুযার ব্যক্তিকে ছাড়িয়ে যেতে আনন্দবোধ করে তার উচিত গুনাহ থেকে বিরত থাকা।
(আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন। ইউসুফ ইবন মায়মুন ব্যতীত এ হাদীসের অন্য সমস্ত বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
গুযার ব্যক্তিকে ছাড়িয়ে যেতে আনন্দবোধ করে তার উচিত গুনাহ থেকে বিরত থাকা।
(আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন। ইউসুফ ইবন মায়মুন ব্যতীত এ হাদীসের অন্য সমস্ত বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4774- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سره أَن يسْبق الدائب الْمُجْتَهد فليكف عَن الذُّنُوب
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا يُوسُف بن مَيْمُون
الدائب بِهَمْزَة بعد الْألف هُوَ المتعب نَفسه فِي الْعِبَادَة الْمُجْتَهد فِيهَا
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا يُوسُف بن مَيْمُون
الدائب بِهَمْزَة بعد الْألف هُوَ المتعب نَفسه فِي الْعِبَادَة الْمُجْتَهد فِيهَا