আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৭৮৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৮৩. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ (ﷺ) বলেছেন, যখন বান্দা তার গুণাহ থেকে তাওবা করে, তখন আল্লাহ তা'আলা তার হিফাযতকারী ফিরিশতাদেরকে তার গুণাহর কথা ভুলিয়ে দেন এবং তার অঙ্গ-প্রত্যঙ্গ ও পৃথিবীস্থ তার (গুণাহর) নিদর্শনাবলীকেও তার গুণাহর কথা ভুলিয়ে দেন। ফলে, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে এমতাবস্থায় সাক্ষাৎ করবে যে, আল্লাহর পক্ষ থেকে তার বিরুদ্ধে গুণাহর কোন সাক্ষী থাকবে না।
(ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4783- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا تَابَ العَبْد من ذنُوبه أنسى الله عز وَجل حفظته ذنُوبه وأنسى ذَلِك جوارحه ومعالمه من الأَرْض حَتَّى يلقى الله يَوْم الْقِيَامَة وَلَيْسَ عَلَيْهِ شَاهد من الله بذنب
رَوَاهُ الْأَصْبَهَانِيّ
رَوَاهُ الْأَصْبَهَانِيّ