আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৪০
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
অধ্যায়: পুনরুত্থান ও কিয়ামত দিবসের ভয়ভীতি
হাফিয (র) বলেন, এ সম্পূর্ণ অধ্যায়টি "আত-তারগীব ওয়াত তারহীব' গ্রন্থে সুস্পষ্টভাবে নেই। এটা মূলত এমন কিছু ভীতিকর বিষয়াদির বর্ণনা, যা নেককারদের নিয়ামতের দিকে এবং বদকারদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এর মধ্যে কিছু রয়েছে সুস্পষ্ট অথবা সুপষ্টের মত। তন্মধ্যে সামান্য কিছু প্রতিলিখন লিখিয়েই আমি সন্তুষ্ট হব। কেননা, এগুলোর অবগতির দ্বারা এ সম্পর্কে বর্ণিত হাদীস সমূহের প্রায় সবগুলোই সংক্ষিপ্তসারে আয়ত্ত হয়ে যাবে। কেবল কোন যাঈফ অথবা মুনকার হাদীসে বর্ণিত বিশেষ বিশেষ অংশটুকুই এ থেকে বাদ পড়ছে। কেননা, আমি যেভাবে এ কিতাবের অন্যান্য অধ্যায়ের সংশ্লিষ্ট হাদীসসমূহ স্ব স্ব অধ্যায় পুরোপুরিভাবে উল্লেখ করেছি। তদ্রূপ যদি আমি এ অধ্যায়ে ও তৎসংশ্লিষ্ট সকল হাদীসের অবতারণা করি, তবে তা প্রায় এ কিতাবের পূর্ববর্তী অংশটুকুর সমান হয়ে যাবে এবং নিষ্প্রয়োজনে এক বিরক্তিকর দীর্ঘ অধ্যায় রচনা করতে হবে। তবে আল্লাহ্ তা'আলাই সহায়ক। আমি এ অধ্যায়টিকে কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত করেছি।

পরিচ্ছেদ: শিঙায় ফুৎকার দেওয়া ও কিয়ামত কায়েম হওয়া
৫৪৪০. হযরত আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন বেদুঈন নবী (ﷺ) এর কাছে এসে জিজ্ঞেস করল, 'শিঙা কি? তিনি বললেন, এটা একটা শিং, যাতে ফুঁৎকার দেওয়া হবে।
(আবু দাউদ, তিরমিযী ও ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটিকে 'হাসান' বলে আখ্যায়িত করেছেন।)
كتاب البعث
كتاب الْبَعْث وأهوال يَوْم الْقِيَامَة
قَالَ الْحَافِظ وَهَذَا الْكتاب بجملته لَيْسَ صَرِيحًا فِي التَّرْغِيب والترهيب وَإِنَّمَا هُوَ حِكَايَة أُمُور مهولة تؤول بالسعداء إِلَى النَّعيم وبالأشقياء إِلَى الْجَحِيم وَفِي غضونها مَا هُوَ صَرِيح فِيهَا أَو كَالصَّرِيحِ فلنقتصر على إملاء نبذ مِنْهُ يحصل بِالْوُقُوفِ عَلَيْهَا الْإِحَاطَة بِجَمِيعِ مَعَاني مَا ورد فِيهِ على طرف من الْإِجْمَال وَلَا يخرج عَنْهَا إِلَّا زِيَادَة شَاذَّة فِي حَدِيث ضَعِيف أَو مُنكر إِذْ لَو استوعبنا مِنْهُ كَمَا استوعبنا من غَيره من أَبْوَاب هَذَا الْكتاب لَكَانَ ذَلِك قَرِيبا مِمَّا مضى ولخرجنا عَن غير الْمَقْصُود إِلَى الإطناب الممل وَالله الْمُسْتَعَان وجعلناه فصولا

فصل فِي النفخ فِي الصُّور وَقيام السَّاعَة
5440- عَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ أَعْرَابِي إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا الصُّور قَالَ قرن ينْفخ فِيهِ

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৪০ | মুসলিম বাংলা