আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৫৩
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৫৩. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ অবস্থায় ও খালি পায়ে সমবেত করা হবে। উম্মু সালামা (রা) বলেন, আমি তখন বললামঃ ইয়া রাসুলাল্লাহ (ﷺ)। কী লজ্জা। আমাদের একে অপরের দিকে তাকাবে। তিনি বললেন, লোকে ব্যস্ত থাকবে। আমি জিজ্ঞেস করলাম, তারা কিসে ব্যস্ত থাকবে? তিনি বললেন, আমলনামার প্রকাশ তাদেরকে ব্যস্ত করে রাখবে, সে আমলনামায় পিঁপড়ার মাথা ও সরষের বীজ পরিমাণ হিসাবও থাকবে।
(তাবারানী (র) 'আল-আওসাতে' সহীহ্ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী (র) 'আল-আওসাতে' সহীহ্ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5453- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول يحْشر النَّاس يَوْم الْقِيَامَة عُرَاة حُفَاة فَقَالَت أم سَلمَة فَقلت يَا رَسُول الله واسوأتاه ينظر بَعْضنَا إِلَى بعض فَقَالَ شغل النَّاس قلت مَا شغلهمْ قَالَ نشر الصحائف فِيهَا مَثَاقِيل الذَّر وَمَثَاقِيل الْخَرْدَل
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد صَحِيح