আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৫৬
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৫৬. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন ময়দার রুটির সদৃশ সাদা এমন একটি ভূমিতে মানুষের হাশর হবে, যেখানে কারও কোন চিহ্ন থাকবে না।। অপর এক রিওয়ায়েতে আছে, সাহল অথবা অন্য কেউ বলেছেন, ليس فيها علم لأحد তাতে কোন চিহ্ন
থাকবে না।" (এ রিওয়ায়েতে علم শব্দটির পরিবর্তে معلم শব্দটি ব্যবহৃত হয়েছে অর্থ একই।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
হাদীসে ব্যবহৃত معلم শব্দটির অর্থ হচ্ছে পথের সীমানার চিহ্ন। হাদীসের মর্মার্থ এই যে, সেই ভূমিতে ইতিপূর্বে কারও কোন পদচারণা হয়নি। যার ফলে কারও কোন আলামত বা পদচিহ্ন থাকতে পারে।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5456- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يحْشر النَّاس يَوْم الْقِيَامَة على أَرض بَيْضَاء عفراء كقرصة النقي لَيْسَ فِيهَا علم لأحد

وَفِي رِوَايَة قَالَ سهل أَو غَيره لَيْسَ فِيهَا معلم لأحد

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
العفراء هِيَ الْبَيْضَاء لَيْسَ بياضها بالناصع
النقي هُوَ الْخبز الْأَبْيَض
والمعلم بِفَتْح الْمِيم مَا يَجْعَل علما وعلامة للطريق وَالْحُدُود وَقيل الْمعلم الْأَثر وَمَعْنَاهُ أَنَّهَا لم تُوطأ قبل فَيكون فِيهَا أثر أَو عَلامَة لأحد
تَعَالَى الَّذين يحشرون على وُجُوههم إِلَى جَهَنَّم الْفرْقَان 43 أيحشر الْكَافِر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৫৬ | মুসলিম বাংলা