আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৫৮
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৫৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন তিনভাগে মানুষের হাশর হবে। এক ভাগ পায়ে হাঁটা অবস্থায়, এক ভাগ আরোহী অবস্থায়, আর এক ভাগ তাদের মুখমণ্ডলের সাহায্যে চলন্ত অবস্থায়। জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ্। তারা কিভাবে তাদের মুখমণ্ডল দিয়ে হাঁটবে? তিনি বললেন, যিনি তাদেরকে তাদের পাঁয়ে হাঁটিয়েছেন, তিনি তাদেরকে মুখমণ্ডলের সাহায্যেও হাঁটাতে সক্ষম। জেনে (রাখা), তারা তাদের মুখমণ্ডলের দ্বারা প্রতিটি উঁচু স্থান ও কাঁটা থেকে বেঁচে চলবে।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5458- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يحْشر النَّاس يَوْم الْقِيَامَة ثَلَاثَة أَصْنَاف صنفا مشَاة وَصِنْفًا ركبانا وَصِنْفًا على وُجُوههم
قيل يَا رَسُول الله وَكَيف يَمْشُونَ على وُجُوههم قَالَ إِن الَّذِي أَمْشَاهُم على أَقْدَامهم قَادر على أَن يُمشيهمْ على وُجُوههم أما إِنَّهُم يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كل حدب وَشَوْك
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান