আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৬৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৬৩. হযরত কুলায়ব ইবন হাযন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী জান্নাত তলব কর, এবং তোমাদের সাধ্য অনুযায়ী জাহান্নাম থেকে বেঁচে থাক। কেননা, জান্নাত তলবকারী ঘুমায় না এবং জাহান্নাম থেকে পলায়নকারীও ঘুমায় না। নিশ্চয় পরকাল আজ কষ্টকর কাজে ঢাকা এবং দুনিয়া ভোগ-সম্ভোগে ঢাকা। সুতরাং দুনিয়া যেন তোমাদেরকে আখিরাতের ব্যাপারে গাফিল করে না দেয়।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5563- وَرُوِيَ عَن كُلَيْب بن حزن رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول اطْلُبُوا الْجنَّة جهدكم واهربوا من النَّار جهدكم فَإِن الْجنَّة لَا ينَام طالبها وَإِن النَّار لَا ينَام
هَارِبهَا وَإِن الْآخِرَة الْيَوْم محفوفة بالمكاره وَإِن الدُّنْيَا محفوفة باللذات والشهوات فَلَا تلهينكم عَن الْآخِرَة

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান