আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৬৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৬৫. হযরত আনাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, হে মুসলিম সম্প্রদায়। আল্লাহ তা'আলা
তোমাদেরকে যেজন্য উৎসাহিত করেছেন, তৎপ্রতি তোমরা আগ্রহী হও, আল্লাহ তা'আলা তোমাদেরকে যে বিষয়ে সতর্ক করেছেন, তৎপ্রতি তোমরা সতর্ক হও এবং আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তাঁর যে আযাব, শাস্তি ও জাহান্নাম থেকে ভয় দেখিয়েছেন, তা থেকে তোমরা ভয় কর। কেননা যদি জান্নাতের একটি ফোটা তোমাদের কাছে তোমাদের এ দুনিয়ায় থাকত, যেখানে তোমরা রয়েছ, তবে তা তোমাদের জন্য দুনিয়াকে স্বাচ্ছন্দময় করে দিত। আর যদি জাহান্নামের একটি ফোটা তোমাদের কাছে তোমাদের এ দুনিয়া থাকত, যেখানে তোমরা রয়েছ, তবে তা তোমাদের জন্য দুনিয়াকে বিস্বাদ করে দিত।
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। এ পর্যন্ত হাদীসটির সনদ আমার কাছে পৌঁছে নি।)
তোমাদেরকে যেজন্য উৎসাহিত করেছেন, তৎপ্রতি তোমরা আগ্রহী হও, আল্লাহ তা'আলা তোমাদেরকে যে বিষয়ে সতর্ক করেছেন, তৎপ্রতি তোমরা সতর্ক হও এবং আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তাঁর যে আযাব, শাস্তি ও জাহান্নাম থেকে ভয় দেখিয়েছেন, তা থেকে তোমরা ভয় কর। কেননা যদি জান্নাতের একটি ফোটা তোমাদের কাছে তোমাদের এ দুনিয়ায় থাকত, যেখানে তোমরা রয়েছ, তবে তা তোমাদের জন্য দুনিয়াকে স্বাচ্ছন্দময় করে দিত। আর যদি জাহান্নামের একটি ফোটা তোমাদের কাছে তোমাদের এ দুনিয়া থাকত, যেখানে তোমরা রয়েছ, তবে তা তোমাদের জন্য দুনিয়াকে বিস্বাদ করে দিত।
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। এ পর্যন্ত হাদীসটির সনদ আমার কাছে পৌঁছে নি।)
كتاب صفة الجنة والنار
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5565- وَعَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَا معشر الْمُسلمين ارغبوا فِيمَا رغبكم الله فِيهِ واحذروا مِمَّا حذركُمْ الله مِنْهُ وخافوا مِمَّا خوفكم الله بِهِ من عَذَابه وعقابه وَمن جَهَنَّم فَإِنَّهَا لَو كَانَت قَطْرَة من الْجنَّة مَعكُمْ فِي دنياكم الَّتِي أَنْتُم فِيهَا حلتها لكم وَلَو كَانَت قَطْرَة من النَّار مَعكُمْ فِي دنياكم الَّتِي أَنْتُم فِيهَا خبثتها عَلَيْكُم
رَوَاهُ الْبَيْهَقِيّ وَلَا يحضرني الْآن إِسْنَاده
رَوَاهُ الْبَيْهَقِيّ وَلَا يحضرني الْآن إِسْنَاده