আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৭১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৭১. উক্ত হযরত উমর (রা) থেকেই বর্ণিত আছে যে, জিবরীল (আ) নবী (ﷺ)-এর কাছে এমন চিন্তিত অবস্থায় আসলেন যে, তিনি তাঁর মাথা তুলছেন না। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে জিজ্ঞেস করলেন, হে জিবরীল। কি হয়েছে যে, আপনাকে চিন্তিত দেখছি। তিনি বললেন, আমি জাহান্নামের একটি নিঃশ্বাস দেখলাম, যার ফলে এরপর আমার কাছে আমার আত্মা ফিরে আসে নি।
(তাবারানী 'আল-আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5571- وَرُوِيَ عَن عمر أَيْضا رَضِي الله عَنهُ أَن جِبْرِيل عَلَيْهِ السَّلَام جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم حَزينًا لَا يرفع رَأسه فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا لي أَرَاك يَا جِبْرِيل حَزينًا قَالَ إِنِّي رَأَيْت نفحة من جَهَنَّم فَلم ترجع إِلَيّ روحي بعد

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান