আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৭৭
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের তাপের প্রচণ্ডতা ইত্যাদির বর্ণনা
৫৫৭৭. বায়হাকীর অপর এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ধারণা করছ, যে জাহান্নামের আগুন তোমাদের এ আগুনের মত। অথচ জাহান্নামের আগুন আলকাতরার চেয়ে প্রচণ্ড কালো। এ আগুন জাহান্নামের আগুনের ষাট ঊর্ধ্বভাগের এক ভাগ। অথবা চল্লিশ-ঊর্ধ্ব ভাগের এক ভাগ। আবু সুহায়ল সন্দেহ পোষণ করেছেন।
[হাফিয (রা) বলেন], বায়হাকীর উদ্ধৃতিতে জান্নাত ও জাহান্নামের বর্ণনা প্রসঙ্গে উল্লিখিত সমস্ত হাদীস তাঁর "কিতাবুল বা'স ওয়ান নুশুর"-এ বর্ণিত হাদীসমূহ থেকে সংকলিত। কিন্তু তাঁর অন্যান্য কিতাব থেকে যেসব হাদীস সংকলন করা হয়েছে, সেগুলোর উদ্ধৃতি 'ইনশাআল্লাহ' আমি পেশ করব।
كتاب صفة الجنة والنار
فصل فِي شدَّة حرهَا وَغير ذَلِك
5577- وَفِي رِوَايَة للبيهقي أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تحسبون أَن نَار جَهَنَّم مثل نَاركُمْ
هَذِه هِيَ أَشد سوادا من القار هِيَ جُزْء من بضعَة وَسِتِّينَ جُزْءا مِنْهَا أَو نَيف وَأَرْبَعين
شكّ أَبُو سُهَيْل
قَالَ الْحَافِظ وَجَمِيع مَا يَأْتِي فِي صفة الْجنَّة وَالنَّار معزوا إِلَى الْبَيْهَقِيّ فَهُوَ مِمَّا ذكره فِي كتاب الْبَعْث والنشور وَمَا كَانَ من غَيره من كتبه أعزوه إِلَيْهِ إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৭৭ | মুসলিম বাংলা