আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬০০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের গভীরতা ও দূরত্বের বর্ণনা
৫৬০০. তাবারানী হযরত আবু সাঈদ (রা)-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এমন একটি শব্দ শুনলেন, যা তাঁর মনে ভীতির সঞ্চার করল। এমন সময় জিবরীল (আ) তাঁর কাছে এলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে জিবরীল! এটা কিসের শব্দ? তিনি বললেন, এটা একটি পাথর (পতনের শব্দ)। পাথরটি জাহান্নামের কিনারা থেকে (পড়ে) সত্তর বছর ধরে নিচের দিকে গিয়েছে। এইমাত্র সেটি জাহান্নামের তলদেশে পৌঁছল। আল্লাহ্ তা'আলা আপনাকে তার পতনের শব্দ শোনাতে চাইলেন। এরপর আল্লাহ্ তা'আলা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মৃত্যু দান পর্যন্ত তাঁকে মুখ ভরে হাসতে দেখা যায়নি।
كتاب صفة الجنة والنار
فصل فِي بعد قعرها
5600- وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَوتا هاله فَأَتَاهُ جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا هَذَا الصَّوْت يَا جِبْرِيل فَقَالَ هَذِه صَخْرَة هوت من شَفير جَهَنَّم من سبعين عَاما فَهَذَا حِين بلغت قعرها فَأحب الله أَن يسمعك صَوتهَا فَمَا رئي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ضَاحِكا ملْء فِيهِ حَتَّى قَبضه الله عز وَجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬০০ | মুসলিম বাংলা