আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬২৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের দেহাকৃতি বড় হওয়া ও তাদের কুৎসিত হওয়ার বর্ণনা
৫৬২৬. তাঁরই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কাফিরের দাঁত উহুদ পর্বতের মত, তাঁর উরু হবে
বায়দা পর্বতের মত, জাহান্নামে তার বসার স্থান হবে কুদায়দ ও মক্কার মধ্যবর্তী স্থানের সমান এবং তার দেহ হবে জাব্বার (ইয়ামানের তৎকালীন সম্রাট)-এর হাতের মাপে বিয়াল্লিশ হাত।
(আহমাদ ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা আহমাদ বর্ণিত। মুসলিম বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ "তিনি বলেন, কাফিরের পেষণ দাঁত অথবা কাফিরের সম্মুখের দাঁত উহুদ পাহাড়ের মত এবং তাঁর (দেহের) চামড়া তিন দিনের দূরত্ব পরিমাণ মোটা হবে।)
তিরমিযী ও এ হাদীস বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত রিওয়াতের ভাষা এইঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “কিয়ামতের দিন কাফিরের পেষণ দাঁত হবে উহুদ পর্বতের মত, তার উরু হবে বায়দা পর্বতের মত এবং জাহান্নামে তা বসার স্থান হবে রাবাযার মত তিন দিনের দূরত্ব পরিমাণ।" তিরমিযী (র) বলেন, হাদিসীটি হাসান গারীব।)
كتاب صفة الجنة والنار
فصل فِي عظم أهل النَّار وقبحهم فِيهَا
5626- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ضرس الْكَافِر مثل أحد وَفَخذه مثل الْبَيْضَاء ومقعده من النَّار كَمَا بَين قديد وَمَكَّة وكثافة جسده اثْنَان وَأَرْبَعُونَ ذِرَاعا بِذِرَاع الْجَبَّار

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَمُسلم وَلَفظه
قَالَ ضرس الْكَافِر مثل أحد وَغلظ جلده مسيرَة ثَلَاث
وَالتِّرْمِذِيّ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ضرس الْكَافِر يَوْم الْقِيَامَة مثل أحد وَفَخذه مثل الْبَيْضَاء ومقعده من النَّار مسيرَة ثَلَاث مثل الربذَة
وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬২৬ | মুসলিম বাংলা