আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৩৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের দেহাকৃতি বড় হওয়া ও তাদের কুৎসিত হওয়ার বর্ণনা
৫৬৩৬. হযরত আবূ গাসসান দাব্বী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু হুরায়রা (রা) যাহরুল হায়রা নামক স্থানে বললেন, তুমি আব্দুল্লাহ ইবন জিরাশকে চেন? আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, জাহান্নামে তার উরু হবে উহুদের মত এবং তার পেষন দাঁত হবে বায়দার মত। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলাল্লাহ! এটা কেন? তিনি বললেন, সেছিল তার পিতামাতার অবাধ্যকারী।
(তাবারানী (র) এমন একটি সনদে হাদীসটি বর্ণনা করেছেন, যার সনদ আমার কাছে পৌছেনি।)
كتاب صفة الجنة والنار
فصل فِي عظم أهل النَّار وقبحهم فِيهَا
5636- وَعَن أبي غَسَّان الضَّبِّيّ قَالَ قَالَ أَبُو هُرَيْرَة رَضِي الله عَنهُ بِظهْر الْحيرَة تعرف عبد الله بن جراش وَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فَخذه فِي جَهَنَّم مثل أحد وضرسه مثل الْبَيْضَاء
قلت لم ذَاك يَا رَسُول الله قَالَ كَانَ عاقا بِوَالِديهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا يحضرني
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৩৬ | মুসলিম বাংলা