আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং:
ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
ইখলাস (নিষ্ঠা), সত্যবাদিতা ও সদিচ্ছার প্রতি উৎসাহ দান
২. হযরত আনাস ইব্ন মালিক (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি নিষ্ঠাবান থেকে সালাত কায়েম করে ও যাকাত আদায় করে দুনিয়া ত্যাগ করল, সে এমতাবস্থায় মৃত্যুবরণ করল যে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট।

(ইবন মাজাহ ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসখানা সহীহ।)
كتاب الإخلاص
التَّرْغِيب فِي الْإِخْلَاص والصدق وَالنِّيَّة الصَّالِحَة
2- وَعَن أنس بن مَالك عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من فَارق الدُّنْيَا على الْإِخْلَاص لله وَحده لَا شريك لَهُ وَأقَام الصَّلَاة وَآتى الزَّكَاة فَارقهَا وَالله عَنهُ رَاض
رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান