আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২. কুরআন-সুন্নাহর অনুসরণ
হাদীস নং: ৯৮
কুরআন-সুন্নাহর অনুসরণ
অনুকরণ করা হবে সে উদ্দেশ্যে উত্তম কাজের সূচনা করার প্রতি অনুপ্রেরণা এবং বিভ্রান্তির অনুকরণ করা হতে পারে সে আশংকায় মন্দ নীতি উদ্ভাবনের প্রতি ভীতি প্রদর্শন
৯৮. হযরত ওয়াসিলা ইবনুল আসকা (রা) থেকে বর্ণিত, নবী বলেছেনঃ যে ব্যক্তি কোন উত্তম কাল প্রবর্তন করে, তার জন্য রয়েছে প্রতিদান যা তার জীবদ্দশায় করা হয় এবং যা তার মৃত্যুর পরে করা হয়, যাবৎ না লোকেরা তা ত্যাগ করে। পক্ষান্তরে যে ব্যক্তি কোন মন্দ কাজ প্রবর্তন করে, তার পাপ তার উপর বর্তাবে যাবৎ না তা ত্যাগ করা হয়। যে ব্যক্তি সীমান্ত প্রহরারত অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন পুনরুত্থান পর্যন্ত তার জন্য রয়েছে উক্ত আমলের সওয়াব।
(ইমাম তাবারানী ত্রুটিমুক্ত সনদে 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] পূর্বের অনুচ্ছেদে কাসীর ইব্ন আবদুল্লাহ ইব্ন আমর ইব্ন আওফ থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর পিতামহ সূত্রে বর্ণিত। নবী (সা) বিলাল ইব্ন হারিসকে বলেছেন: হে বিলাল! জেনে রাখ। সে বলল, ইয়া রাসুলাল্লাহ! কি জেনে রাখব? তিনি বললেনঃ আমার (ইনতিকালের) পরে যে ব্যক্তি আমার একটি মৃত সুন্নাতকে জীবিত করবে, সেমতে আমলকারীদের অনুরূপ সওয়াব সেও লাভ করবে অথচ এতে আমলকারীদের সওয়াব সামান্যমাত্র হ্রাস করা হবে না। অপরদিকে যে ব্যক্তি কোন বিদ'আতের উদ্ভাবন করবে, তদনুযায়ী আমলকারীদের পাপের বোঝাও তার উপর বর্তাবে। এতে অনুসরণকারীদের শাস্তিতে সামান্যমাত্র হ্রাস করা হবে না। ইবন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিরমিযী হাদীসটি হাসান বলেছেন।
(ইমাম তাবারানী ত্রুটিমুক্ত সনদে 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] পূর্বের অনুচ্ছেদে কাসীর ইব্ন আবদুল্লাহ ইব্ন আমর ইব্ন আওফ থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর পিতামহ সূত্রে বর্ণিত। নবী (সা) বিলাল ইব্ন হারিসকে বলেছেন: হে বিলাল! জেনে রাখ। সে বলল, ইয়া রাসুলাল্লাহ! কি জেনে রাখব? তিনি বললেনঃ আমার (ইনতিকালের) পরে যে ব্যক্তি আমার একটি মৃত সুন্নাতকে জীবিত করবে, সেমতে আমলকারীদের অনুরূপ সওয়াব সেও লাভ করবে অথচ এতে আমলকারীদের সওয়াব সামান্যমাত্র হ্রাস করা হবে না। অপরদিকে যে ব্যক্তি কোন বিদ'আতের উদ্ভাবন করবে, তদনুযায়ী আমলকারীদের পাপের বোঝাও তার উপর বর্তাবে। এতে অনুসরণকারীদের শাস্তিতে সামান্যমাত্র হ্রাস করা হবে না। ইবন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিরমিযী হাদীসটি হাসান বলেছেন।
كتاب السنة
التَّرْغِيب فِي الْبدَاءَة بِالْخَيرِ ليستن بِهِ والترهيب من الْبدَاءَة بِالشَّرِّ خوف أَن يستن بِهِ
98 - وَعَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سنّ سنة حَسَنَة فَلهُ أجرهَا مَا عمل بهَا فِي حَيَاته وَبعد مماته حَتَّى تتْرك وَمن سنّ سنة سَيِّئَة فَعَلَيهِ إثمها حَتَّى تتْرك وَمن مَاتَ مرابطا جرى عَلَيْهِ عمل المرابط حَتَّى يبْعَث يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ
قَالَ الْحَافِظ وَتقدم فِي الْبَاب قبله حَدِيث كثير بن عبد الله بن عَمْرو بن عَوْف عَن أَبِيه عَن جده أَن النَّبِي صلى ~الله عَلَيْهِ وَسلم قَالَ لِبلَال بن الْحَارِث اعْلَم يَا بِلَال قَالَ مَا أعلم يَا رَسُول الله قَالَ إِنَّه من أَحْيَا سنة من سنتي قد أميتت بعدِي كَانَ لَهُ من الْأجر مثل من عمل بهَا من غير أَن ينقص من أُجُورهم شَيْئا وَمن ابتدع بِدعَة ضَلَالَة لَا يرضاها الله وَرَسُوله كَانَ عَلَيْهِ مثل آثام من عمل بهَا لَا ينقص ذَلِك من أوزار النَّاس شَيْئا
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَحسنه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ
قَالَ الْحَافِظ وَتقدم فِي الْبَاب قبله حَدِيث كثير بن عبد الله بن عَمْرو بن عَوْف عَن أَبِيه عَن جده أَن النَّبِي صلى ~الله عَلَيْهِ وَسلم قَالَ لِبلَال بن الْحَارِث اعْلَم يَا بِلَال قَالَ مَا أعلم يَا رَسُول الله قَالَ إِنَّه من أَحْيَا سنة من سنتي قد أميتت بعدِي كَانَ لَهُ من الْأجر مثل من عمل بهَا من غير أَن ينقص من أُجُورهم شَيْئا وَمن ابتدع بِدعَة ضَلَالَة لَا يرضاها الله وَرَسُوله كَانَ عَلَيْهِ مثل آثام من عمل بهَا لَا ينقص ذَلِك من أوزار النَّاس شَيْئا
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَحسنه
বর্ণনাকারী: