আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩২৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩২৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছেনঃ আদম সন্তানের যে সময়টি তার উপর দিয়ে এমনভাবে অতিবাহিত হয় যে, সে এতে আন্তরিকতার সাথে আল্লাহকে স্মরণ করে না, কিয়ামতের দিন এ সয়মটির জন্য সে আক্ষেপ করবে।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া ও বায়হাকী বর্ণনা করেছেন। বায়হাকী বলেন, এ সনদটিতে যদিও দুর্বলতা রয়েছে, কিন্তু পূর্বে বর্ণিত মুয়ায (রা)-এর হাদীসটি এর সমর্থন ও পোষকতা করে।
(হাফিয বলেনঃ) "যে বাক্তি কোন মজলিসে বসল অথচ যিক্র করল না।”)
এই শিরোনামে সামনে একটি পৃথক অনুচ্ছেদ আসবে- ইনশা আল্লাহ।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া ও বায়হাকী বর্ণনা করেছেন। বায়হাকী বলেন, এ সনদটিতে যদিও দুর্বলতা রয়েছে, কিন্তু পূর্বে বর্ণিত মুয়ায (রা)-এর হাদীসটি এর সমর্থন ও পোষকতা করে।
(হাফিয বলেনঃ) "যে বাক্তি কোন মজলিসে বসল অথচ যিক্র করল না।”)
এই শিরোনামে সামনে একটি পৃথক অনুচ্ছেদ আসবে- ইনশা আল্লাহ।
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2324 - وروى عن عَائِشَةَ رضي الله عنها أنها سمعت رسول الله ﷺ يقول ما من ساعة تمر بابن أدم لم يذكر الله فيها بخير الاتحسر عليها يوم القيامة .
رواه ابن ابی الدنيا ، والبيهقى وقال هذا الاسناد ضعف غير ان له شواهد من حديث معاذ المتقدم
[ قال الحافظ ] وسيأتي باب فيمن جلس مجلسا لم يذكر الله فيه ان شاء الله تعالى
رواه ابن ابی الدنيا ، والبيهقى وقال هذا الاسناد ضعف غير ان له شواهد من حديث معاذ المتقدم
[ قال الحافظ ] وسيأتي باب فيمن جلس مجلسا لم يذكر الله فيه ان شاء الله تعالى