আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৫০
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৫০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মিম্বরের উপর খুতবা দিতে গিয়ে বলতে শুনেছি, নিশ্চয় তোমরা খালি পায়ে, উলঙ্গ ও খতনাহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে।
অপর এক রিওয়ায়েতে বেশি আছে, "পায়ে হাঁটা অবস্থায়।"
অপর এক রিওয়ায়েতে বেশি আছে, "পায়ে হাঁটা অবস্থায়।"
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5450 - عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : سَمِعْتُ رَسولُ اللهِ ﷺ يَخْطُبُ عَلَى الْمِنْبر يَقُولُ إِنَّكُمْ مُلاقُوا الله حفًا عُرَاةً غُرلاً زاد في رواية : مُشَاةٌ.