মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

পরিচ্ছেদ: মু'মিন ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি ও কঠিন সতর্কবাণী।
১০। নবী-এর সাহাবী খারশাহ ইবন হারিছ (রা) থেকে বর্ণিত, নবী বলেছেন, নিশ্চয়ই তোমাদের কেউ যেন কোন মানুষের হত্যায় উপস্থিত না হয়। হতে পারে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। ফলে তার উপরও (আল্লাহ তা'আলার) শাস্তি আপতিত হবে। (তাবারানী)
আহমদ আব্দুর রহমান বান্না বলেছেন, হাদীসটি হাসান।
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب القتل والجنايات وأحكام الدماء

باب التغليظ والوعيد الشديد في قتل المؤمن
(10) عن خرشة بن الحارث (7) وكان من أصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال لا يشهدن أحدكم قتيلًا (8)، لعله أن يكون قد قتل ظلمًا فيصيبه السخط
tahqiqতাহকীক:তাহকীক চলমান