কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
হাদীস নং: ১৮৮১
আন্তর্জাতিক নং: ১৮৮৩
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৪৮. তাওয়াফের সময় ডান বগলের নীচে দিয়ে, বাম কাঁধের উপর চাঁদর পেঁচানো।
১৮৮১. মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ..... ইয়া‘লা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) একটি সবুজ চাদর তাঁর ডান বগলের নীচে দিয়ে তার দু’পাশ বাম কাঁধে পেঁচানো অবস্থায় (বায়তুল্লাহ) তাওয়াফ সম্পন্ন করেন।
كتاب المناسك
باب الاِضْطِبَاعِ فِي الطَّوَافِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ يَعْلَى، عَنْ يَعْلَى، قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُضْطَبِعًا بِبُرْدٍ أَخْضَرَ .
বর্ণনাকারী: