মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং: ১০
তালাক অধ্যায়
অনুচ্ছেদ : হায়েয অবস্থায় এবং সহবাসের পর গর্ভ সঞ্চারের নিদর্শন প্রকাশ না পেলে পবিত্র অবস্থায় তালাক দেয়া নিষিদ্ধ।
১০। ইবন জুরায়জ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আবু যুবায়র সংবাদ দিয়েছেন যে, আবদুর রহমান ইব্‌ন আয়মান (র) ইবন উমর (রা)-এর নিকট প্রশ্ন করেছিলেন আর আবূ যুবায়র তা শুনেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন ব্যক্তি তার স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দিলে আপনি তা কিরূপ মনে করেন? তিনি বললেন, ইবন উমর (রা) তার স্ত্রীকে রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে তালাক দিয়েছিলেন। এরপর (তার পিতা) উমর (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ), আবদুল্লাহ তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দিয়েছে। নবী (ﷺ) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে যেন তাকে ফিরিয়ে আনে। এ কথা বলে তিনি আমার দেওয়া তালাক আমার ওপর রদ করলেন, তিনি এটাকে কিছুই গণ্য করেন নি। তারপর বললেন, যখন সে পবিত্র হবে তখন (ইচ্ছা হলে) তাকে তালাক দিবে, অথবা তাকে রেখে দিবে। ইবন উমর (রা) বলেন, এরপর নবী (ﷺ) রাসূলুল্লাহ (ﷺ) পাঠ করলেন,
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِقُوهُنَّ فِي قُبُلِ عِدَّتِهِنَّ .
(হে নবী (ﷺ)! তোমরা যখন তোমাদের স্ত্রীদের তালাক দিতে ইচ্ছা কর, তবে তাদেরকে তালাক দিবে ইদ্দত শুরু হওয়ার পূর্বে)
বর্ণনাকারী ইবন জুরায়জ (র) বলেন, আমি মুজাহিদ (র)-কে এরূপই পাঠ করতে শুনেছি।
(আবূ দাউদ, বায়হাকী। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য ইমাম মুসলিম (র) وَلَمْ يَرَهَا شَيْئًا (তিনি এটাকে কিছুই গণ্য করেন নি) ব্যতীত হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الطلاق
باب النهي عن الطلاق في الحيض وفي الطهر بعد أن يجامعها ما لم يبن حملها
عن ابن جريج أخبرني أبو الزبير أنه سمع عبد الرحمن بن أيمن يسأل ابن عمر وأبو الزبيريسمع فقال كيف ترى في رجل طلق امرأته حائضا؟ فقال أن ابن عمر طلق امرأته على عهد رسول الله صلى الله عليه وسلم فقال عمر يا رسول الله أن عبد الله طلق امرأته وهي حائض، فقال النبي صلى الله عليه وسلم ليراجعها (على ولم يرها شيئا وقال فردها) إذا طهرت فليطلق أو يمسك قال ابن عمر وقرأ النبي صلى الله عليه وسلم {يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن في قبل عدتهن} قال ابن جريج وسمعت مجاهدا يقرؤها كذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান