মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খুলা অধ্যায়
হাদীস নং: ২৫
খুলা অধ্যায়
অধ্যায় : খুলা*
*যদি স্ত্রীলোক স্বীয় পাওনা ছেড়ে স্বামীকে বলে, এর বিনিময়ে তুমি আমাকে মুক্ত করে দাও, তবে এটাকে শরীয়তে 'খুলা' বলা হয়।
পরিচ্ছেদ: সমস্যা না থাকলে 'খুলা' করা নিন্দনীয়।
*যদি স্ত্রীলোক স্বীয় পাওনা ছেড়ে স্বামীকে বলে, এর বিনিময়ে তুমি আমাকে মুক্ত করে দাও, তবে এটাকে শরীয়তে 'খুলা' বলা হয়।
পরিচ্ছেদ: সমস্যা না থাকলে 'খুলা' করা নিন্দনীয়।
২৫। আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে সব মহিলা খুলা' করতে চায় এবং (স্বামী হতে) পৃথক থাকতে চায় তারা মুনাফিক।
(নাসাঈ। হাফিয (র) বলেছেন, হাদীসটির বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ আছে। কেননা, অধিকাংশ হাদীসবিশারদের মতে আবূ হুরায়রা (রা) হতে বর্ণনাকারী হাসান-এর শ্রুতি প্রমাণিত নেই।)
(নাসাঈ। হাফিয (র) বলেছেন, হাদীসটির বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ আছে। কেননা, অধিকাংশ হাদীসবিশারদের মতে আবূ হুরায়রা (রা) হতে বর্ণনাকারী হাসান-এর শ্রুতি প্রমাণিত নেই।)
كتاب الخلع
كتاب الخلع
باب ذم المختلعات من غير بأس
باب ذم المختلعات من غير بأس
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال المختلعات والمنتزعات هن المنافقات