মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ঈলা অধ্যায়

হাদীস নং: ৩৭
ঈলা অধ্যায়
অধ্যায় : ঈলা

আল্লাহর বাণী: যারা স্বীয় স্ত্রীদের সঙ্গে সংগত না হওয়ার শপথ করে তারা চার মাস অপেক্ষা করবে-এর ব্যাখ্যা।
৩৭। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) এক মাস স্বীয় বিবিগণের নিকট না যাওয়ার শপথ করলেন। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) উনত্রিশ দিন অবস্থান করলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সর্বপ্রথম আমার কাছে এসে বিবিদের নিকট যাওয়া শুরু করলেন। তখন আমি নবী (ﷺ)-কে বললাম, আপনি কি এক মাসের জন্য শপথ করেননি? আমি তো এ পর্যন্ত ঊনত্রিশ দিন হিসাব করেছি। নবী (ﷺ)বললেন, মাস উনত্রিশ দিনেও হয়।
(ইবন মাজাহ। বুসীরী (র) বলেছেন, হাদীসটির সূত্র হাসান।)
كتاب الإيلاء
كتاب الإيلاء

وتفسير قوله تعالى للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر الآيات
عن عائشة رضي الله قالت أقسم رسول الله صلى الله عليه وسلم أن لا يدخل على نسائه شهرا قالت فلبث تسعا وعشرين، قالت فكنت أول من بدأ به فقلت للنبي صلى الله عليه وسلم أليس كنت أقسمت شهرا؟ فعدت الأيام تسعا وعشرين، فقال النبي صلى الله عليه وآله وصحبه وسلم الشهر تسع وعشرون
tahqiqতাহকীক:তাহকীক চলমান