মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ঈলা অধ্যায়

হাদীস নং: ৩৯
ঈলা অধ্যায়
অধ্যায় : ঈলা

আল্লাহর বাণী: যারা স্বীয় স্ত্রীদের সঙ্গে সংগত না হওয়ার শপথ করে তারা চার মাস অপেক্ষা করবে-এর ব্যাখ্যা।
৩৯। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তার বিবিগণকে এক মাসের জন্য পরিত্যাগ করলেন। যখন ঊনত্রিশ দিন অতিবাহিত হয় তখন তার নিকট জিবরাঈল (আ) এসে বললেন, আপনার শপথ পূর্ণ হয়েছে এবং মাস শেষ হয়েছে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। হাদীসটির সনদ সহীহ এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الإيلاء
كتاب الإيلاء

وتفسير قوله تعالى للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر الآيات
عن ابن عباس قال هجر رسول الله نساءه شهرا فلما مضى تسع وعشرون أتاه جبريل فقال قد برت يمينك وقد تم الشهر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৯ | মুসলিম বাংলা