মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ঈলা অধ্যায়
হাদীস নং: ৪২
ঈলা অধ্যায়
অধ্যায় : ঈলা
আল্লাহর বাণী: যারা স্বীয় স্ত্রীদের সঙ্গে সংগত না হওয়ার শপথ করে তারা চার মাস অপেক্ষা করবে-এর ব্যাখ্যা।
আল্লাহর বাণী: যারা স্বীয় স্ত্রীদের সঙ্গে সংগত না হওয়ার শপথ করে তারা চার মাস অপেক্ষা করবে-এর ব্যাখ্যা।
৪২। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় বিবিগণকে পরিত্যাগ করলেন, বর্ণনাকারী শু'বা (র) বলেন, আমার মনে হয়, তিনি বলেছেন, এক মাসের জন্য। এরপর উমর ইবন খাত্তাব (রা) তার নিকট আসলেন। সে সময় তিনি স্বীয় কক্ষে একটি চাটাইয়ের ওপর (শুয়ে) ছিলেন। চাটাই তার পিঠে চিহ্ন একে দিয়েছিল। উমর (রা) (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! পারস্য সম্রাট কিসরা সোনা রূপার পাত্রে পান করে আর আপনার অবস্থা এমন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাদেরকে তো পার্থিব জীবনে ভোগসামগ্রী আগাম প্রদান করা হয়েছে। এরপর নবী (ﷺ) বললেন, মাস ঊনত্রিশেও হয়। (মাস) এরূপ এরূপ হয় এবং তৃতীয়বারে তিনি স্বীয় বৃদ্ধাঙ্গুলী ভেঙ্গে দেখান।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী দাউদ ইবন ফারাহিজ-কে ইবন মা'ঈন (র) ও অন্যান্য উলামাগণ দুর্বল বলেছেন। তবে ইবন হিব্বান (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী দাউদ ইবন ফারাহিজ-কে ইবন মা'ঈন (র) ও অন্যান্য উলামাগণ দুর্বল বলেছেন। তবে ইবন হিব্বান (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন।)
كتاب الإيلاء
كتاب الإيلاء
وتفسير قوله تعالى للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر الآيات
وتفسير قوله تعالى للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر الآيات
عن أبي هريرة قال هجر النبي صلى الله عليه وسلم نساءه قال شعبة وأحسبه قال شهرا فأتاه عمر بن الخطاب وهو في غرفة على حصير قد أثر الحصير بظهره، فقال يا رسول الله كسري يشربون في الذهب والفضة وأنت هكذا؟ فقال صلى الله عليه وسلم إنهم عجلت لهم طيباتهم في حياتهم الدنيا، ثم قال النبي صلى الله عليه وسلم الشهر تسعة وعشرون هكذا وهكذا وكسر في الثالثة الإبهام