মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খোরপোষ অধ্যায়
হাদীস নং: ৩৫
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদ: আত্মীয়-স্বজনের ওপর ব্যয় করা, তাদের মধ্যে কারা অগ্রগণ্য এবং দাস-দাসীর ওপর ব্যয় প্রসঙ্গ।
৩৫। বনু ইয়ারবু'-এর জনৈক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হলাম। সে সময় আমি তাকে লোকদের সঙ্গে কথা বলতে শুনছিলাম। তিনি বলছিলেন, দাতার হাত হল ওপরের হাত। (তুমি দান করবে) তোমার মাকে, তোমার পিতাকে, তোমার বোনকে, তোমার ভাইকে, তারপর তোমার নিকটাত্মীয়দেরকে, এরপর তোমার নিকটতমদেরকে। বর্ণনাকারী বলেন, এরপর সে লোক বলল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! এরা বনূ সা'লাবা ইবন ইয়ারবু' গোত্রের লোক। যারা অমুককে হত্যা করেছে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, একজনের কারণে অপরজনকে দণ্ড দেওয়া যায় না।
(তায়ালিসী। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(তায়ালিসী। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النفقات
باب النفقة على الأقارب ومن يقدم منهم؟ وعلى ما ملكت يمينه
عن رجل من بني يربوع قال أتيت النبي صلى الله عليه وسلم فسمعته وهو يكلم الناس يقول يد المعطي العليا أمك وأباك وأختك وأخاك ثم أدناك فأدناك قال فقال رجل يا رسول الله هؤلاء بنو ثعلبة بن يربوع الذين أصابوا فلانا قال فقال رسول الله صلى الله عليه وسلم لا تجني نفس على أخرى