মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খোরপোষ অধ্যায়

হাদীস নং: ৩৭
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদ: আত্মীয়-স্বজনের ওপর ব্যয় করা, তাদের মধ্যে কারা অগ্রগণ্য এবং দাস-দাসীর ওপর ব্যয় প্রসঙ্গ।
৩৭। মিকদাম ইবন মা'দিকারাব কিনদী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলা তোমাদেরকে তোমাদের মা সম্বন্ধে ওসীয়াত করেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতা সম্বন্ধে ওসীয়াত করেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের নিকটাত্মীয় এবং পরবর্তী নিকটাত্মীয়র সম্বন্ধে ওসীয়াত করেছেন।
(বায়হাকী হাসান সূত্রে এবং বুখারী আলআদাবুল মুফরাদ গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النفقات
باب النفقة على الأقارب ومن يقدم منهم؟ وعلى ما ملكت يمينه
عن المقدام بن معد يكرب الكندي عن النبي صلى الله عليه وسلم إن الله عز وجل يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بآبائكم إن الله يوصيكم بالأقرب فالأقرب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৭ | মুসলিম বাংলা