মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খোরপোষ অধ্যায়
হাদীস নং: ৪০
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদ: আত্মীয়-স্বজনের ওপর ব্যয় করা, তাদের মধ্যে কারা অগ্রগণ্য এবং দাস-দাসীর ওপর ব্যয় প্রসঙ্গ।
৪০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, নিশ্চয় আল্লাহ তা'আলা বলেন, হে আদম সন্তান! যদি তুমি তোমার প্রয়োজনাতিরিক্ত মাল দান কর তবে এটা তোমার জন্য কল্যাণকর হবে। আর যদি তুমি দান করা হতে বিরত থাক তবে এটা তোমার জন্য ক্ষতির কারণ হবে। যারা তোমার পোষ্য তাদের থেকে দান শুরু কর। প্রয়োজনীয় মাল হতে দান না করলে আল্লাহ তাকে নিন্দা করবেন না। ওপরের হাত নীচের হাত অপেক্ষা উত্তম।
(হাদীসটি আবু হুরায়রা (রা) সূত্রে অন্যত্র পাওয়া যায় নি। ইমাম মুসলিম (র) আবূ উমামা (রা) থেকে এই হাদীস বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবু হুরায়রা (রা) সূত্রে অন্যত্র পাওয়া যায় নি। ইমাম মুসলিম (র) আবূ উমামা (রা) থেকে এই হাদীস বর্ণনা করেছেন।)
كتاب النفقات
باب النفقة على الأقارب ومن يقدم منهم؟ وعلى ما ملكت يمينه
عن أبي هريرة أنه سمع أنه سمع النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقول يا ابن آدم إن تعط الفضل فهو خير لك، وإن تمسكه فهو شر لك وابدأ بمن تعول ولا يلوم الله على الكفاف واليد العليا خير من اليد السفلى