মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খোরপোষ অধ্যায়

হাদীস নং: ৪৩
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদ : সন্তান প্রতিপালনে পিতামাতা বিতর্ক করলে লটারী দেয়া আর সন্তান বুদ্ধিসম্পন্ন হলে তাকে (পিতামাতা হতে কাউকে গ্রহণ করার) ইখতিয়ার দেয়া।
৪৩। আবদুল হামীদ ইবন জা'ফর (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার পিতা, আমার দাদা রাফি' ইবন সিনান (রা) সূত্রে সংবাদ দিয়েছেন যে, তিনি ইসলাম গ্রহণ করেন; কিন্তু তার স্ত্রী ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে। এরপর তার স্ত্রী নবী (ﷺ)-এর নিকট এসে বলল, সে আমার কন্যা সন্তান, সে দুধপানের বয়স অতিক্রম করেছে অথবা বলল, দুধপানের বয়স অতিক্রম করার কাছাকাছি পৌছে গেছে। অপরদিকে রাফি' (রা) বললেন, সে আমার কন্যা সন্তান। তখন নবী (ﷺ)তাকে বললেন, তুমি এক কোণে বস। আর স্ত্রীকে বললেন, তুমি অন্য কোণে বস। এরপর তিনি শিশুটিকে তাদের মাঝখানে বসিয়ে বললেন, তোমরা উভয়ে তাকে ডাক। তখন সে সন্তান তার মায়ের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। সে সময় নবী (ﷺ) বললেন, হে আল্লাহ! তুমি একে (সন্তানকে) হিদায়াত দাও। এরপর সে তার পিতার দিকে ঝুকে যায়।
(নাসাঈ, ইবন মাজাহ, দারাকুতনী, বায়হাকী, হাকিম। হাকিম (র) ও অন্যান্যরা হাদীসটিকে সহীহ বলেছেন আর যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب النفقات
باب الاستهام على الطفل وتخييره إذا كان مميزا عند تنازع أبويه على حضانته
عن عبد الحميد بن جعفرأخبرني أبي عن جدي رافع بن سنان أنه أسلم وأبت امرأته أن تسلم فأتت النبي صلى الله عليه وسلم فقالت ابنتي وهي فطيم أو شبهه وقال رافع ابنتي، فقال له النبي صلى الله عليه وسلم اقعد ناحية، وقال لها اقعدي ناحية فأقعد الصبية بينهما ثم قال ادعواها فمالت إلى أمها، فقال النبي صلى الله عليه وسلم اللهم اهدها فمالت إلى أبيها فأخذها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৩ | মুসলিম বাংলা