মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১৫
পানীয় অধ্যায়
পান করার আদব প্রসঙ্গ

পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
১৫। হারমালা (র) সূত্রে ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) কিছু পান করলেন। সে সময় ইবন আব্বাস (রা) তাঁদের ডান পাশে ছিলেন আর খালিদ ইবন ওয়ালীদ (রা) তার বাম পাশে ছিলেন। নবী (ﷺ) আব্বাস (রা)-কে বললেন, এখন তুমি পান করবে। তবে তুমি ইচ্ছা করলে খালিদকে অগ্রাধিকার দিতে পার। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে প্রাপ্ত অংশে কাউকে অগ্রাধিকার দিব না।
(তিরমিযী, ইবন মাজাহ। হাদীসটির সনদ ভাল।)
كتاب الأشربة
أبواب آداب الشرب

باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
عن حرملة عن ابن عباس (1) شرب النبى صلى الله عليه وسلم وابن عباس عن يمينه، وخالد بن الوليد عن شماله، فقال له النبى صلى الله عليه وسلم الشَّربة لك وإن شئت آثرت به خالدًا (2) قال ما أوثر على رسول الله صلى الله عليه وسلم أحدًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান