মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১৮
পানীয় অধ্যায়
পান করার আদব প্রসঙ্গ
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
১৮। ইবন আবদিল্লাহ ইবন বুসর (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আসলে আমার দাদী তাঁর সামনে অল্পপরিমাণ খেজুর পেশ করলেন এবং তাঁর জন্য খাবার রান্না করলেন, আর আমরা তাঁকে পান করালাম। একটি পানপাত্র শেষ হলে আমি আরো একটি পানপাত্র নিয়ে এলাম। আমি খেদমত করছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি পানপাত্রটি পরবর্তী লোককে দাও।
(হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
أبواب آداب الشرب
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
عن أبن عبد الله بن بسر عن أبيه (1) قال أتانا رسول الله صلى الله عليه وسلم فقدّمت له جدتى تمرًا يقلله (2) وطبخت له وسقيناهم فنفد (3) فجئت بقدح آخر وكنت أنا الخادم (4) فقال رسول الله صلى الله عليه وسلم أعط القدح الذى انتهى إليه