মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ২৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: এ বিষয়ে অবকাশ প্রসঙ্গ।
২৮। সালত ইবন গালিব হুজায়মী (র) সূত্রে মুসলিম (র) থেকে বর্ণিত যে, তিনি আবু হুরায়রা (রা)-কে দাঁড়ানো অবস্থায় পান করা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি যে, তিনি তাঁর সাওয়ারী বেঁধেছেন। তখন সেটা মাটিতে বসে গেল। আর আমি তার লাগাম বা রশি ধরে রেখেছিলাম এবং আমার পা দ্বারা সাওয়ারীর হাত চেপে রেখেছিলাম। সে সময় কুরায়শ গোত্রের কিছুলোক এসে তাঁর পাশে দাঁড়াল। তারপর রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট এক পাত্র দুধ আনা হল। তিনি তা স্বীয় সাওয়ারীর ওপর বসে পান করেন। এরপর তিনি তা তাঁর ডান পাশের লোককে দেন। সে তা দাঁড়ানো অবস্থায় পান করে। এভাবে সমস্ত লোক দাঁড়িয়ে পান করলেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা সূত্রে বর্ণনাকারী মুসলিম সম্বন্ধে কারো কোন মন্তব্য পাওয়া যায় নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب الرخصة فى ذلك
عن الصلت بن غالب (6) الجيمى عن مسلم سأل أبا هريرة عن الشرب قائمًا قال يا ابن أخى رأيت رسول الله صلى الله عليه وسلم عقل راحلته وهو مناخة وأنا آخذ بخطامها أو زمامها واضعًا رجلى على يدها، فجاء نفر من قريش فقاموا حوله فأتى رسول الله صلى الله عليه وسلم بإناء من لبن فشرب وهو على راحلته، ثم ناول الذى يليه عن يمينه فشرب قائمًا حتى شرب القوم كلهم قيامًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৮ | মুসলিম বাংলা