মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৩২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: এ বিষয়ে অবকাশ প্রসঙ্গে।
৩২। আয়েশা (রা) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) জনৈক আনসারী মহিলার নিকট উপস্থিত হলেন। তার ঘরে একটি মশক ঝুলন্ত ছিল। তিনি সেটা হেলিয়ে দাঁড়ানো অবস্থায় পান করেছেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। ইহার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। ইহার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب الرخصة فى ذلك
عن عائشة رضي الله عنها (7) أن النبى صلى الله عليه وسلم دخل على امرأة من الأنصار وفى البيت قربة معلقة فاختنثها وسرب وهو قائم